সচল হলো ফেসবুক

২৯ মার্চ, ২০২১ ২০:৪০  
অবশেষে দেশে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে স্বাভাবিকভাবেই প্রবেশ করতে পারছেন। ফেসবুক সচল হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। তিনি বলেন, সাড়ে ৭টার দিকে ফেসবুক সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এটি সাময়িকভাবে ডাউন করা ছিল। ফেসবুক ব্যবহারে সমস্যা, ক্ষতির মুখে এফ-কমার্স উদ্যোক্তারা গত শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার পর থেকে বাংলাদেশি ব্যবহারকারীরা ফেসবুক সাইটটিতে প্রবেশ করতে পারছিলেন না। গত ৪দিন ধরে বাংলাদেশে ফেসবুক- মেসেঞ্জার ব্যবহারে সমস্যা ছিল। অনেকেই ফেসবুকে লগইন করতে পারছিলনে না। যাদের লগইন করা আছে তারা পাননি কোন আপডেট। ভালভাবে কাজ করেনি মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হয়েছিল। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা। ফেসবুক বন্ধ থাকায় ক্ষতির মুখে পরেছেন অল্প পুঁজির উদ্যোক্তারা। যারা ফেসবুক নির্ভর ব্যবসা করেন। ‌‘ফ্যাশন বাই রিপা’ নামে ফেসবুক পেজ খুলে কুমিল্লার বাটিকা ও খাদি কাপড় নিয়ে ব্যবসা করেন ইশরাত জাহান। ফেসবুক বন্ধ থাকায় ব্যবসা বন্ধ হয়ে গেছে তার। অর্ডার ফেসবুক নির্ভর হওয়াতে কোন ধরনের অর্ডার ছিল না গত ৩ দিন যাবত। দেশে ১ লক্ষের উপরে এফ-কমার্স উদ্যোক্তা রয়েছে জানিয়ে উই এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, দেশে ফেসবুক- মেসেঞ্জার বন্ধ থাকায় যারা শুধু ফেসবুক নির্ভর ব্যবসা করেন তারা আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। নাসিমা আক্তার নিশা দু:খ প্রকাশ করে বলেন, ফেসবুকে এমন অনেক উদ্যোক্তা রয়েছেন যারা একদিন অর্ডার না হলে না খেয়ে থাকেন।